নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
আজ সোমবার বিকালে এ কর্মসূচি পালিত হয়।
নিকলী সদর ঈদগাহে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন বাতেন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন, কৃষি বিষয়ক সম্পাদক মো. আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল হক শান্তু, সাংগঠনিক সম্পাদক ও কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকি আমান খান, সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। আর ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার নীলনক্সা করেছিল। তারা আরো বলেন, বাংলার মানুষ খুনীদেরকে প্রত্যাখ্যান করেছে।
সমাবেশের আগে একটি মিছিল নিকলী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।