ঢাকাTuesday , 22 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পর্যটন শিল্প বিকাশে অষ্টগ্রামে মত বিনিময় সভা

প্রতিবেদক
-
August 22, 2023 3:26 pm
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সভার আয়োজন করে সদর ইউনিয়ন পরিষদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু।

অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস,  প্রেসক্লাবের সাবেক সভাপতি দেবপদ চক্রবর্তীউপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ফারুক), ২ নং ওয়ার্ডের সদস্য মুক্তার হোসাইন, ব্যবসায়ী সাইফুদ্দিন লিচুসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আলোচকগণ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্রামাগার তৈরি করা, রাত্রি যাপনে পর্যাপ্ত সুযোগ সুবিধা বৃদ্ধি করা, যাত্রী পরিবহনে ভাড়া নির্ধারণ করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আপনার মন্তব্য করুন