ঢাকাThursday , 24 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান বাবুসহ তিনজন আহত

প্রতিবেদক
-
August 24, 2023 5:09 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ কারাগারে আটক দলীয় নেতাকর্মীদের দেখতে এসে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবুসহ তিনজন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার বিন্নাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ও অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরগঞ্জ নতুন জেলখানার দিকে যাচ্ছিলেন। বিন্নাটি এলাকায় পৌঁছলে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চেয়ারম্যান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া ও অটোরিকশার চালক আখতার হোসেন গুরুতর আহত হন। তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়।

চেয়ারম্যান বাবু জানান, কিশোরগঞ্জ কারাগারে আটক অষ্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের জন্য অষ্টগ্রাম থেকে কিশোরগঞ্জে যাচ্ছিলেন। বিন্নাটি এলাকায় দুর্ঘটনায় আহত হন তারা। দুর্ঘটনায় চেয়ারম্যান বাবুর ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত পান। এছাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়ার একটি হাতে গুরুতর আঘাত লাগে এবং অটোচালক আখতার হোসেনের দুই পায়ের গোড়ালি ভেঙ্গে গেছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আপনার মন্তব্য করুন