নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কিশোরগঞ্জে ছাত্রলীগের সাত নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া এই সাতজন হলেন কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়া রাজু, রাকিব চৌধুরী, ওয়াসিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাহিদ হাসান, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাছির, চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন ও বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব আল হাসান।
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকালে জেলা ছাত্রলীগের এক জরুরী সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে এই সাত নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। সম্প্রতি এসব নেতা-কর্মী সাঈদীর পক্ষে নানা ধরণের মন্তব্য নিজেদের ফেসবুকে পোস্ট করেন। এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন, তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসাথে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে।
যাদের বিরুদ্ধে এ ধরণের অভিযোগের সত্যতা মিলবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।