নিজস্ব প্রতিবেদক: চাকরির জন্য বাহরাইনে গিয়ে প্রায় সাত বছর ধরে নিখোঁজ রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার যুবক আজিজুল হক। পরিবারের সঙ্গে কোন ধরণের যোগাযোগ নেই। তার শোকে কান্নায় বুক ভাসাচ্ছেন মা বাবা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের একটি কিন্ডার গার্টেন স্কুলে আয়োজিত সংবাদ সম্মেলনে ছেলের সন্ধান দাবি করেছেন আজিজুলের মা বাবা। আজিজুল পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের দুলাল মিয়া ও পারভীন আক্তার দম্পতির সন্তান।
সংবাদ সম্মেলনে তারা জানান, ২০১৬ সালে পাকুন্দিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন ও কামাল উদ্দিনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন যায় আজিজুল। বাহরাইন যেতে ধার কর্জ ও ভিটেমাটি বিক্রি করে ঢাকার বনানী অফিসে সাড়ে ৪ লাখ টাকা জমা দেয়। বাহরাইন যাবার পর ২২ দিন মা বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছে আজিজুল। কিন্তু এরপর থেকে তার সঙ্গে কোনো ধরণের যোগাযোগ করতে পারছেননা তারা। ইতোমধ্যে আদম ব্যবসায়ী সোহরাব মারা গেছেন। আর কামালের কাছে গেলে তিনি পাত্তাই দেননা। উপরন্তু খারাপ আচরণ করেন বলে অভিযোগ তাদের।
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়েন আজিজুলের মা বাবা। তারা আজিজুলের খোঁজ পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে আজিজুল হকের পিতা দুলাল মিয়া, মা পারভীন আক্তার ও প্রতিবেশি রিপন মিয়া উপস্থিত ছিলেন।