নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে সাত বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভৈরবের লক্ষ্মীপুর এলাকার শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটের কাছে অভিযানটি চালানো হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. জামিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সাত বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করে। তারা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের মৃত মোতালেব শিকদারের ছেলে হান্নান শিকদার ওরফে কানকাটা হান্নান (৪০), মৃত হাবিবুর রহমানের ছেলে মাসুম মোল্লা (৩৮),পূবেরগাঁও গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে আবিদ হাসান জজ মিয়া (৩৮) ও আশ্রফপুর গ্রামের মন্নাফ প্রধানের ছেলে মামুন প্রধান (৩০)।
এ ব্যাপারে ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।