হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ১০ চাকার বালুবাহী ড্রাম ট্রাক বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ দাবিতে সোমবার দুপুরে হোসেনপুর-কিশোরগঞ্জ-গফরগাঁও মহাসড়কের দীপেশ্বর গোলচত্বর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. মহসিন সিরাজী, জনপ্রতিনিধি মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন, শিক্ষার্থী মো. তানজিল আহম্মেদ, সমাজসেবক মো. শামিম আহম্মেদ, মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা ওই সড়কে বালু পরিবহন কাজে ব্যবহৃত ১০ চাকার প্রাণঘাতী ড্রাম ট্রাক বন্ধের জোর দাবি জানিয়ে বলেন, এই অবৈধ যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এটি বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে পরবর্তীতে নিয়মতান্ত্রিকভাবে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে স্থানীয় স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।