নিজস্ব প্রতিবেদক: ইট প্রস্তুতকারক মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ২৮ তম বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রীর সভাপতি মজিবুর রহমান বেলাল, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক প্রমুখ।
কিশোরগঞ্জ জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি হাফেজ মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন সমিতির সাবেক সদস্য সচিব শেখ ফরিদ আহাম্মদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম শামীম প্রমুখ।
সাধারণ সভায় ইটভাটার শতাধিক মালিক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।