হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকায় করোনা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার সকালে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেম, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, কাজল মিয়া, রবি হোসেন, লুৎফর রহমান রাসেল, নাজমুল হক লিমন, শামীম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরে কোভিড-১৯সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পৌরসভার হতদরিদ্রদের মধ্যে এ বরাদ্দ দেওয়া হয়। ৯টি ওয়ার্ডের হতদরিদ্র প্রত্যেককে ১ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ দেওয়া হয়।
আপনার মন্তব্য করুন