নিজস্ব প্রতিবেদক: তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জ এর উদ্যোগে জেলার আড়াইশ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের তৃতীয় তলায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী। কৃতী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ক্রেস্ট ও মেডেল দেওয়া হয়।
একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ মেধা তালিকায় স্থান পাওয়ায় জামিয়া নূরানিয়া (তারাপাশা) এবং আল-হাইআতুল উলয়া বোর্ডে একমাত্র মেধা তালিকায় স্থান পাওয়ায় প্রতিষ্ঠান হিসাবে আল-জামিয়াতুল ইমদাদিয়াকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
আপনার মন্তব্য করুন