নিউজ একুশে ডেস্ক: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে ঢাকা বিভাগের সাংবাদিকদের জন্য নির্বাচন বিষয়ক তিনদিনের রিপোর্টিং প্রশিক্ষণ (আবাসিক) শুরু হয়েছে।
রবিবার (১ অক্টোবর) পিআইবি সেমিনার কক্ষে প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে সভাপ্রধান হিসেবে রয়েছেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।
প্রশিক্ষণের প্রথমদিন নির্বাচন রিপোর্টিং এর ধারণা ও কৌশল সম্পর্কে আলোচনা করেন টিবিএন ২৪ টিভির চিফ এডিটর নাজমুল আশরাফ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী। এ সময় উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শেখ মজলিশ ফুয়াদ। সমন্বয়কারী হিসেবে রয়েছেন পিআইবির প্রশিক্ষক মো. শাহ আলম।
ঢাকা বিভাগের ২৮ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
আপনার মন্তব্য করুন