নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে জুয়েল মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। জুয়েল রঘুনন্দনপুর গ্রামের মো. রজব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন জুয়েল। মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি খালের পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটি নেশাগ্রস্ত ছিল।
আপনার মন্তব্য করুন