অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের ভৈরব থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি দল। তারা হলেন ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে অন্তর আহমেদ জয় (২১) ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে ফজলুল হক (৫৫)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের কালিপুর উত্তরপাড়া দারুল কুরআন নূরাণী হাফিজিয়া মাদ্রাসার সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালায় র্যাব ভৈরব ক্যাম্পের একটি দল। এ সময় এ দুজনকে ১৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির দুই হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দ্রব্য দেশের অভ্যন্তরে এনে বিক্রয়ের কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।