নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে হরতালকারীরা সড়কে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও একটি গাড়ি ভাঙচুর করেছে। গাড়িটি ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৯ অক্টোবর) সকাল ৭ টার দিকে শহরের চর শোলাকিয়া এলাকায় রেল লাইনের পাশের সড়কে পিকেটাররা আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সোয়া ৭ টার দিকে শোলাকিয়া ঈদগাহের কাছে একটি গাড়ি ভাঙচুর করে। গাড়িটি ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার বলে জানা গেছে।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার কিশোরগঞ্জ শহরে ডাক্তার দেখিয়ে সার্কিট হাউসে রাত্রী যাপন করেন। সকালে তিনি তার কর্মস্থল ইটনার উদ্দেশ্যে রওনা হন। সার্কিট হাউস থেকে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে গাড়িটি সার্কিট হাউসে ফিরছিল। সকাল সোয়া ৭টার দিকে শোলাকিয়া ঈদগাহের কাছে আসতেই পিছন দিক থেকে গাড়িতে কে বা কারা ঢিল ছুঁড়ে। এতে গাড়ির দুটি গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি।