নিজস্ব প্রতিবেদক: বুধবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় হরতাল পালন করছে জেলা বিএনপি। সকাল ৯টার দিকে নতুন জেলখানা মোড়ে পিকেটাররা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিলে পিকেটারারা সটকে পড়ে।
জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ জানান, নতুন জেলখানা মোড়ে পিকেটিং করার সময় পুলিশ ধাওয়া দেয়। পরে তারা নিরাপদ স্থানে চলে যান।
এদিকে সকালে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আগের মতই যানবাহন চলাচল করতে দেখা গেছে । সকাল ৮টার দিকে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার সামনের সড়কে দেখা গেছে ট্রাক্টর, অটোরিকশা ও মোটরসাইকেলের জট। দোকান পাটও তখন খুলতে শুরু করেছে। পুরানথানা মোড় থেকে শহীদী মসজিদের সামনের সড়ক পর্যন্ত ছিল চামটাঘাটগামী সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সারি। এ সময়টাতে শহরের কোন স্থানে পুলিশের উপস্থিতিও ছিল না। কোন পিকেটারের দেখাও মেলেনি।
উল্লেখ্য, কিশোরগঞ্জের কুলিয়ারচরে মঙ্গলবার সকালে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুই নেতা নিহত ও শতাধিক আহত হওয়ার প্রতিবাদে জেলা বিএনপি সন্ধ্যার পর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হরতাল আহ্বান করে।