নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কিশোরগঞ্জ শহরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি মাস্ক ও লিফলেট বিতরণ করেছে।
মঙ্গলবার কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার মোড় থেকে বড় বাজার এলাকার জাহাঙ্গীর মোড় পর্যন্ত শ্রমজীবী ও পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরে থাকার আহ্বান জানিয়ে প্রচার চালান সংগঠনের সদস্যরা।
কর্মসূচিতে রক্তদান সমিতির উপদেষ্টা আবদুর রহমান রুমী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, সাংবাদিক আশরাফুল ইসলাম, কবি বাবুল রেজা, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম সাত্তার, আব্দুল আওয়াল, রাজিবুল হক, রক্তদান সমিতির সদস্য সাগর আহমেদ, মেহেরাজ হক, ইমন, জয়, তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন