কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান কার্যক্রম উপলক্ষে কটিয়াদীতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল।
সভায় টিকাদান কেন্দ্র নির্বাচন, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতা, কমিটির সাথে সংশ্লিষ্টদের সমন্বয় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম শাহাদাত হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শোয়েব খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছিরুল হক এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।