নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল আউলিয়াভিটা গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে জলহু মিয়া (৫০) ও একই ইউনিয়নের শহরমূল গাছগড়িয়া হাটির খেলু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫) । আহত দুইজন হলেন শহরমূল উত্তর হাটির কাঞ্চন মিয়ার ছেলে কামরুল (৩৫) ও একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোতালেব (৪৫) ।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের পাশে বড় হাওরে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কয়েকজন জেলে একটি নৌকায় করে নিকলী ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বড় হাওরে মাছ ধরতে যান। রাত ১টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। এরমধ্যে তাদের কেউ নৌকায় এবং কেউ হাওরে মাছ ধরছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনাটি ঘটে।
বজ্রপাতে চারজন আহত হন। অন্য জেলেরা তাদেরকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জলহু মিয়া ও শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।