ঢাকাবুধবার , ৪ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধন

প্রতিবেদক
-
আগস্ট ৪, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আওয়াম লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামে ম্যুরাল ভাঙচুর করার প্রতিবাদে কিশোরগঞ্জে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকালে মানববন্ধন কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি আব্দুর রউফ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর সোহাগ, জেলা কমিটির সহ সভাপতি এ. কে. এম  রেজাউল হক পলিন, সাধারণ সম্পাদক আরফান মিয়া, সাংগঠনিক সম্পাদক জামিল আনসারী, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ফাইজুল ইসলাম সংগ্রাম, সাধারণ সম্পাদক আনিছ আহমেদ রুবেল প্রমুখ।

বক্তাগণ বলেন, সৈয়দ আশরাফের ম্যুরালে আঘাত করা মানে মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিকদের হৃদয়ে আঘাত। এ আঘাত মেনে নেওয়া যায়না। তারা প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে নির্মিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করে।

আপনার মন্তব্য করুন