নিজস্ব প্রতিবেদক: উন্নত দেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নেওয়া হয় ব্যাপক কর্মসূচি।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৭টায় গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। সকাল ৮টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। সকাল ১০টায় বের করা হয় বিজয় শোভাযাত্রা। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল উপস্থিত ছিলেন।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা আয়োজন ।
আগেরদিন পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শ্যুটিং প্রতিযোগিতা এবং শিশু একাডেমি চত্বরে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।