নিজস্ব প্রতিবেদক: মাইক্রোবাসযোগে গাঁজা পাচারকালে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর এলাকায় অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি নান্দাইলের জাহাঙ্গীরপুর এলাকায় অভিযান চালায়। পরে একটি হাইয়েস মাইক্রোবাস তল্লাশি করে সাড়ে ২৮ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় দুজনকে গ্রেফতার করে। তারা হলেন নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বিপুল (৩০) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে খায়রুল (৪০)। তাদের কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গাঁজা নিয়ে মাইক্রোবাসযোগে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকা থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল।
র্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে নান্দাইল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।