ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সংস্কৃতিসেবী শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ইটনায়।
বৃহস্পতিবার বিকাল ৩টায় ইটনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান।
ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন ও সঞ্জিত রায়, দপ্তর সম্পাদক আরশাদ উদ্দিন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, এনায়েত কবীর, ইটনা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহীদল্লাহ প্রমুখ। এছাড়াও ছাত্র লীগ, যুব লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে শেখ কামাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।