নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ২০০ দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের আলহাজ ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় মাঠে এ সহায়তা দেওয়া হয়।
প্রত্যেককে পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও আধা লিটার তেল দেওয়া হয়।
কর্শা কড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুছলেহ উদ্দিন, কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিবলী, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, কর্শা কড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সালেহ উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল হক খোকা, কর্শা কড়িয়াইল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক চান মিয়া, কর্শা কড়িয়াইল ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কর্শা কড়িয়াইল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নিজাম উদ্দিন, কর্শা কড়িয়াইল ইউনিয়ন ছাত্র লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউল ইসলাম দীনু, কর্শা কড়িয়াইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।