ঢাকাশুক্রবার , ৬ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক
-
আগস্ট ৬, ২০২১ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহরে জয় (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জয় শহরের হারুয়া মানিক ফকিরের গলি এলাকার জয়নাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একই এলাকার মাহিম নামে এক বন্ধুর কাছ থেকে মোবাইল ফোন নিয়েছিল জয়। মোবাইল ফোনটি ফেরত না দেওয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর জয় ও মাহিমসহ কয়েকজন বন্ধু মিলে কলেজ-ফিসারী লিংক রোড এলাকায় আড্ডা দেয়। এ সময় মোবাইল ফোন নিয়ে জয়ের সাথে তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বন্ধুরা তাকে উপর্যুপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

এদিকে জয়ের মৃত্যুর খবরে জয়ের পক্ষের লোকজন রাতে হারুয়া মানিক ফকিরের গলির মাহিমের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার মন্তব্য করুন