নিজস্ব প্রতিবেদক: দুস্থ, অসহায়দের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এরই ধারাবহিকতায় শুক্রবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের ২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
বিন্নাটি আব্দুল মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিন্নাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আতাউর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.বি. সিদ্দিক খোকা, বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুইটি ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক সোহরাব উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল কাদের মুরাদ, বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, বিন্নাটি ইউনিয়ন যুব লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট মহসিন আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খোকন, কিশোরগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পুলক কিশোর গুপ্ত, কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আল আমিন আকন্দ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান।
অনুষ্ঠানে ২০০ দুস্থ ও অসহায় প্রত্যেককে পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও আধা লিটার তেল দেওয়া হয়।
এর আগেও এ ইউনিয়নে চারশ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছিলেন সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।