নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা আখলাক রেজা স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট শফীকুল ইসলাম।
সভায় অনলাইনে যুক্ত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন। আখলাক রেজার সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আরও আলোচনা করেন কিশোরগঞ্জ জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম শাহজাহান, কিশোরগঞ্জ জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম ছাত্তার, বাসদ জেলা ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহ্বায়ক সাজেদুল ইসলাম সেলিম, সদস্য সচিব আসাদ আরভিং, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা আহ্বায়ক এডভোকেট মাসুদ আহমেদ, সদস্য সচিব আবদুর রহমান রুবেল, আবদুল হাই, লুৎফর রহমান (পাকির আলী), শফীকুর রহমান রঞ্জন, ইকবাল হোসেন ভুট্টো, বেনু চন্দ্র ঘোষ, মোস্তাকিম, ছাত্র নেতা প্রীতম শুভ, খালেদা আক্তার প্রমুখ। বক্তাগণ আখলাক রেজার সংগ্রামের পথ সমাজতন্ত্রের লাল ঝাণ্ডা উর্ধ্বে তুলে ধরে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আখলাক রেজা গত ২ আগস্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি কালিয়াচাপড়া চিনিকলের শ্রমিক নেতা ছিলেন।