নিউজ একুশে ডেস্ক: হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে র্যাব। উদ্ধার করা মোবাইল ফোনটি বৃহস্পতিবার দুপুরে প্রকৃত মালিকেরকাছে হস্তান্তর করেন র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক।
র্যাব সূত্র জানায়, ময়মনসিংহ কোতোয়ালি থানার আকুয়া সরদার বাড়ির আব্দুল জলিল আকন্দের ছেলে আব্দুল ওয়াহিদ আকন্দ (৪০) মোবাইল ফোন (VIVO Y8) হারানো সংক্রান্তে গত ২৩ জানুয়ারি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় একটা সাধারণ ডায়রি (জিডি) করেন।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-১৪ ময়মনসিংহ এর ‘’Lost and Found cell’’ তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক জানান, র্যাব-১৪, ময়মনসিংহ ‘’Lost and Found cell’’ গঠনপূর্বক এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাইকৃত এবং হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
হারানো এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে র্যাব-১৪ এর কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।