বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে মারা গেছেন পেট্রোল পাম্পের মালিক মো. রাজিব (৩৫)। সোমবার সন্ধ্যায় মারা যান পাম্পের গাড়িচালক হারুন হোসেন (৩৬)। তারা দুজনই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ।
উল্লেখ্য, গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে রাজিব ট্রেডার্স নামের একটি পেট্রোল পাম্পে আগুন লাগে। আগুনে পেট্রোল পাম্পসহ আটটি দোকান পুড়ে যায়।
আগুন নেভাতে গিয়ে পাম্পের মালিকসহ চারজন দগ্ধ হন। তারা হলেন পাম্পের মালিক মো. রাজিব, তিন কর্মচারী মো. রিয়াদ (৪০), হারুন হোসেন (৩৬) ও মো. রহমত উল্লাহ (৪০)।
আহতদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাম্পের মালিক রাজিব ও গাড়িচালক হারুন।
রাজিব সরারচর এলাকার মো. হান্নানের ছেলে। নিহত হারুন লক্ষ্মীপুর জেলা সদরের চর রুহিতা গ্রামের মৃত সিদ্দিক আহম্মদের ছেলে।
পাম্পটিতে তেল আনলোড করার সময় সিগারেটের আগুন থেকে আগুন লাগে বলে বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান।
