ঢাকাSaturday , 29 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

শোলাকিয়ায় ঈদজামাত সকাল ১০টায়, থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা

প্রতিবেদক
-
March 29, 2025 2:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঈদজামাতের জন্য এখন পুরোপুরি প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ। মুসল্লিদের নিরাপত্তায় থাকছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এবার ঈদগাহের জন্য এটি ১৯৮ তম ঈদুল ফিতরের জামাত। সকাল ১০ টায় শুরু হবে ঈদজামাত। ইমামতি করবেন মুফতি একেএম ছাইফুল্লাহ।

ইতোমধ্যে ঈদগাহের দাগকাটা, মিম্বর দেয়ালে রং করা, মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন টানানো মাইক স্থাপন, ওজুখানা, টয়লেট সংস্কারসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে।

শোলাকিয়ায় ২০১৬ সালের জঙ্গি হামলাকে মাথায় রেখে প্রতিবছর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। এবারও অনেকটা সেরকমই থাকছে। ইতোমধ্যে শোলাকিয়া ঈদগাহ ময়দানকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।  শনিবার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন র‌্যারেব পক্ষ থেকে শোলাকিয়ায় ঈদের প্রস্তুতি নিরাপত্তা নিয়ে প্রেস ব্রিফিং করা হয়।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, ঈদজামাতের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদেরকে শুধুমাত্র জায়নামাজ মোবাইল ফোন ছাড়া অন্য কিছু সঙ্গে না আনতে নিরুৎসাহিত করা হয়েছে। দূরের মুসল্লি যারা আগেরদিন আসবেন তাদের জন্য আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগে জান্নাত নূরাণী মাদ্রাসায় বিনামূল্যে থাকা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।  রের মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ঈদেরদিন শোলাকিয়া ঈদ স্পেশান নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে একটি ট্রেনটি সকাল পৌনে ছয়টায় ময়মনসিংহ থেকে এবং অপরটি ভৈরব থেকে সকাল ছয়টায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঈদজামাত শেষে দুপুর ১২ টায় কিশোরগঞ্জ স্টেশন ছেড়ে যাবে দুটি ট্রেন। ঈদেরদিন ড্রোন দিয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে এবং ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি। ।

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, কয়েকটি স্তরে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থাপন করা হয়েছে ওয়াচটাওয়ার, সিসি ক্যামেরা। পোশাকে সাদা পোশাকে পুলিশের এগারশ সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।

র‌্যাব১৪ ময়মনসিংহের কমান্ডিং অফিসার নাঈমুল হাসান জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্সসহ সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শোলাকিয়া ঈদগাহের পাশে ২০১৬ সালের জুলাই জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্য, স্থানীয় এক নারী এবং এক জঙ্গিসহ চারজন নিহত হন। হামলায় পুলিশসহ ১৬ মুসল্লি আহত হন। কিন্তু এরপরও ঐতিহাসিক ঈদগাহ ময়দানের ঈদজামাতে মুসল্লিদের সমাগমে এতটুকু ভাটা পড়েনি।

এদিকে আল্লামা মুফতি আবুল খায়ের মোহাম্মাদ ন‚রুল্লাহ (রহ.) প্রতিষ্ঠিত কিশোরগঞ্জে মহিলা ঈদ জামাত এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সানাউল্লাহ।

আপনার মন্তব্য করুন