ঢাকাTuesday , 2 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর দোয়া মাহফিল

প্রতিবেদক
-
December 2, 2025 12:52 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংসদের ১৬১ কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানীর সতীর্থদের সংগঠন ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর উদ্যোগে ১ ডিসেম্বর সোমবার বাদ এশা শহীদী মসজিদ চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এছাড়াও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সার্বিক পরিস্থিতিতে দোয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানসহ পরিবারের সকল সদস্যকে ধৈর্যধারণ করার শক্তি দিতে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করা হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের সম্মানীত আলেমগণের জন্যও দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন কিশোরগঞ্জ আলমগীর সিটি জামে মসজিদের খতিব মুফতি আহসান জামিল।

দোয়া মাহফিলে বাইতুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন রশিদাবাদী, সুলতান বেপারী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হালিমসহ বিভিন্ন মসজিদের খতিব, আলেম ওলামা ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে মৌন পদযাত্রায় নির্ধারিত একজনকে দিয়ে হেন্ডমাইকযোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অব্যাহত রাখতে সকল শ্রেণি পেশার মানুষের প্রতি অনুরোধ জানানো হয়।

এর আগে রবিবার জেলা শহরে মাইকযোগে দোয়ায় শরীক হওয়ার জন্য  ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিভিন্ন স্থানে ঘরোয়া পরিবেশে দোয়া অনুষ্ঠিত হলেও  ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর উদ্যোগে বড় পরিসরে দোয়া মাহফিলের আয়োজন করা হলো।

আপনার মন্তব্য করুন