ঢাকাTuesday , 2 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক
-
December 2, 2025 8:15 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে হুমাইরা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত হুমাইরা পুঁথিপাড়া গ্রামের অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে। 

হুমায়ুন কবির জানান, সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তাফার ঘর থেকে খেলাধুলা করে ফিরছিল। এ সময় পরিবারের কেউ বুঝে ওঠার আগেই বাড়ির উঠান থেকে শিয়ালে শিশুটিকে টেনে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর শিশুটির মরদেহ পাওয়া যায়। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট হুমাইরা।

শিশুটির ভাবী মর্তুজা বেগম বলেন, সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছিলেন। ওই শিয়াল দুটিই শিশুটিকে টেনে নিয়ে গেছে বলে তিনি ধারণা করছেন।

হুমাইরার শরীরের অনেকটাই শিয়ালে খেয়ে ফেলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আপনার মন্তব্য করুন