করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান শিহাব উদ্দিন সরকার (৯৫) আর নেই।
মঙ্গলবার ভোর ৫টার দিকে জয়কা ইউনিয়নের নানশ্রী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার নামাজে জানাজা আজ মঙ্গলবার আসরের নামাজের পর নানশ্রী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি নানশ্রী উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন। স্বাধীনতার আগে তিনি নানশ্রী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি টানা দুই মেয়াদে ৯নং জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরে তিনি করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নিবাচিত হন।
আপনার মন্তব্য করুন
