করিমগঞ্জ (কিশেরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে শত বছরের পুরনো ঈদগাহ মাঠ রক্ষার দাবি ও মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আতকাপাড়া ঈদগাহ মাঠে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে আতকাপাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি জিল্লুর রহমান বলেন, আতকাপাড়া ঈদগাহ মাঠটি শত বছর ধরে এলাকার মানুষ ঈদের নামাজ, ফসল মাড়াই ও খেলাধূলার কাজে ব্যবহার করে আসছে। সম্প্রতি একই এলাকার আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আবু আনিছ ফকির মাঠের কিছু অংশ কেটে সেখানে মাছের খামার তৈরির উদ্যোগ নেন। এতে গ্রামবাসী বাধা দেন। আবু আনিছ ফকিরের এক ছেলে সেনাবাহিনীর মেজর ও আরেক ছেলে পুলিশের কর্মকর্তা থাকায় প্রভাব খাটিয়ে প্রতিবাদী কয়েকজনের নামে সাজানো চাঁদাবাজি মামলা করেন। আবু আনিছ ফকিরের আরেক ছেলে নুরুজ্জামান ফকিরের দায়ের করা মামলায় আন্দোলনকারী জিল্লুর রহমান, আবু আনিছ ফকিরের ছোট ভাই মোতালিব, একজন সরকারি কর্মচারীসহ ১৯জনকে আসামি করা হয়েছে। করিমগঞ্জ থানার পুলিশ কোনোরূপ তদন্ত না করে, এমনকি সাক্ষিদের জবানবন্দি না নিয়েই অভিযোগপত্র দাখিল করে বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধন থেকে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে জিল্লুর রহমান, মোতালিব, গুজাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিনসহ স্থানীয়রা বক্তৃতা করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
কর্মসূচিতে এলাকার কৃষক-কিষাণীসহ কয়েকশত মানুষ অংশ নেন।