ঢাকাThursday , 18 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ইটনায় সাড়ে ৭ হাজার কেজি সরকারি চাল জব্দ, আটক ৩

প্রতিবেদক
-
September 18, 2025 12:21 am
Link Copied!

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় কালোবাজারে বিক্রির চেষ্টাকালে ৭ হাজার ৮৫১ কেজি চাল জব্দ করেছে পুলিশ। 

বুধবার দুপুরে উপজেলার বাদলা বাজার থেকে ৩ হাজার ৬০০ কেজি ও মৃগা পূর্বপাড়া এলাকা থেকে ৪ হাজার ২৫১ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় ট্রলারসহ তিনজনকে আটক করা হয়েছে। 

আটক তিনজন হলেন আজহারুল ইসলাম লেলিন (৪০), নিয়ামুল মিয়া (২৪) ও সাইদুল মিয়া (১৯)। তারা মৃগা এলাকার বাসিন্দা। 

এগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বলে জানা গেছে। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল আকরাম এসব তথ্য নিশ্চিত করে জানান, মৃগা গ্রামের ডিলার জানু মিয়ার নামে ১০ হাজার ৮৩০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। তিনি সেগুলো সংগ্রহ করে কালোবাজারে বিক্রির চেষ্টাকালে পৃথক দুটি স্থান থেকে ৭ হাজার ৮৫১ কেজি চাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে খাদ্যবিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বাদলা পুলিশ ফাঁড়ির এসআই সামাদ জানান, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে একটি ট্রলারে করে তাড়াইল নিয়ে যাওয়ার সময় ৭২ বস্তা চালসহ তিনজনকে আটক করা হয়। সরকারি বস্তা পাল্টে সাধারণ বস্তায় ভরে চালগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি। পরে ঐ ডিলারের বাড়ি থেকে আরও ৮৫ বস্তা চাল জব্দ করা হয়। 

পুলিশ আরো জানায়, চালগুলো আত্মসাতের উদ্দেশ্যে নির্ধারিত স্থানে না রেখে অন্যত্র রেখেছিলেন ডিলার জানু মিয়া ও তার ছেলে দেলোয়ার হোসেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য করুন