বিশেষ সংবাদদাতা: শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত ভার্চুয়াল মতবিনিময় সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
সভায় ঢাকা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করেন।
আসন্ন দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে ডিআইজি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. মোস্তাফিজুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মো. সিদ্দিকুর রহমানসহ ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও ঢাকা রেঞ্জের সকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সকল থানার অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।