স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে এক কেজি ৪০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোনসহ জিনু মিয়া (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। জিনু মিয়া করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
র্যাব সূত্র জানায়, একটি মাদক ব্যবসায়ীচক্র মাদক দ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এর সত্যতা পাওয়ায় আজ রবিবার সন্ধ্যা ৭ টায় গাঙ্গাইল এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় জিনু মিয়াকে এক কেজি ৪০০ গ্রাম গাঁজা ও একটি মোবইল ফোনসহ গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার উপ পরিচালক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিনু মিয়া দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, তিনি গত বছর ১২ কেজি গাঁজাসহ র্যাবের হাতে গ্রেফতার হয়ে হাজতবাস করেছেন বলেও র্যাব জানায়।