অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বিলকিস বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর পালিয়ে গেছে অভিযুক্ত ছেলে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে খান ঠাকুর দিঘীর পাড় এলাকায়। নিহত বিলকিস বেগম ওই এলাকার নজরুল ইসলামের (ওড়ন মিয়া) স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষে বিলকিস বেগম ঘরের বাইরে প্লেট ধোয়ার জন্য বের হন। এ সময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে তামিম মিয়া (২৪) বসতঘর থেকে একটি বটি নিয়ে এসে আকস্মিকভাবে তার মায়ের মাথা, কপাল ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই বিলকিস বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে অষ্টগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে হত্যাকাণ্ডের পর অভিযুক্ত তামিম মিয়া পালিয়ে যায়। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান জানান, অভিযুক্ত তামিম মানসিক ভারসাম্যহীন। ১০ বছর পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বাড়িতে এনে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। মায়ের সঙ্গেই থাকতো সে। ঘটনার পর সে পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।
