নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে কিশোরগঞ্জে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও জুলাই বিপ্লবী ছাত্র–জনতা।
শুক্রবার জুমার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে থাকবে। তার আত্মত্যাগ ও সংগ্রাম জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে।
বক্তারা আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় আপসহীন আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় বিক্ষুব্ধ জনতা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে ওসমান হাদীর মৃত্যৃর সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে বিপ্লবী ছাত্র-জনতা শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অবস্থান করে।
