নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুইরাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরানথানা ধোপাবাড়ি এলাকায় রেললাইন সংলগ্ন একটি মেহগিনি গাছের নিচ থেকে এটি উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আবুল কালাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল অভিযানটি চালায়। রেললাইনের পাশে গাছের নিচে পলিথিনে মোড়ানো দুইরাউন্ড গুলিভর্তি অবস্থায় বিভলবারটি পাওয়া যায়।
রিভলবারটি অকেজো বলে জানান ওসি।
আপনার মন্তব্য করুন
