ঢাকাTuesday , 23 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ইটনায় কিল ঘুষিতে বৃদ্ধ নিহত

প্রতিবেদক
-
December 23, 2025 4:31 pm
Link Copied!

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় মুরগি কিনতে গিয়ে কয়েকজন যুবকের কিল ঘুষিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘিরপাড় আলগাপাড়া গ্রামে।

নিহত আইয়ুব আলী (৬৮) আলগাপাড়া বড়হাটি গ্রামের এয়াকুব আলীর ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘিরপাড় আলগাপাড়া গ্রামের আফজাল মিয়ার খামারে কমদামে মুরগি বিক্রি করা হবে মর্মে সোমবার মাইকিং করা হয়। মুরগি কিনতে মঙ্গলবার সকাল থেকেই লোকজন ভিড় করেন খামারে। তখন লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মধ্যগ্রাম নয়াবাড়ি গ্রামের মুজিবুর মিয়ার সঙ্গে তর্কাতর্কি হয় আইয়ুবের। একপর্যায়ে মুজিবুর মিয়ার ছেলে সাব্বিরসহ কয়েকজন মিলে আইয়ুব আলীকে কিলঘুষি মেরে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য করুন