চবি সংবাদদাতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী কবির হাসান শুভ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী তাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল্লাহ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংগঠনটির প্রধান উপদেষ্টা ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাজিফা রশিদ, সাবেক সভাপতি মাহফুজুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মেহেদী আশফাক নবীন-এর স্বাক্ষরিত প্যাডে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই তিন সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি কবির হাসান শুভ বলেন, কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমাদের কাছে শুধু একটি সংগঠন নয়, এটি এক টুকরো ঘর- যেখানে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও দায়িত্ববোধ একসূত্রে গাঁথা। এই সংগঠন সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছে। আমরাও পূর্বসূরিদের আদর্শ ধারণ করে সবাইকে সঙ্গে নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এসোসিয়েশনের মর্যাদা অক্ষুণ্ণ রেখে কাজ করতে চাই।
সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, কিশোরগঞ্জের রয়েছে গৌরবময় অতীত ও সমৃদ্ধ সংস্কৃতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমাদের জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এই ২৩৩০ একর ক্যাম্পাসে আমরা শুধু পড়াশোনা নয়, একসঙ্গে স্বপ্ন দেখি, সংস্কৃতি চর্চা করি, ভর্তি সহায়তা, ক্যারিয়ার উন্নয়ন, শিক্ষা সহযোগিতা, আনন্দ ভ্রমণ, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়াই। আগামীতেও এই বন্ধন ও ধারাবাহিকতা অটুট থাকবে।
সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল্লাহ বলেন, পড়াশোনার চাপের মাঝেও কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমাদের জন্য এক টুকরো স্বস্তির জায়গা। এখানে নিজ জেলার মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়ে ওঠে, তৈরি হয় উন্নত মনন ও মানবিকতা। আগামী এক বছরে আমরা সর্বোচ্চ শ্রম, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে সংগঠনের সুনাম আরও উচ্চতায় নিতে বদ্ধপরিকর।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি চবির বুকে কিশোরগঞ্জ জেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
