ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ইটনায় আগুনে মুদি দোকান পুড়ে ছাই, শিশুকর্মচারী দগ্ধ

প্রতিবেদক
-
December 29, 2025 12:44 am
Link Copied!

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় আগুন লেগে একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে দোকানের এক শিশু কর্মচারী গুরুতর দগ্ধ এবং পাশের আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়সিদ্ধি বাজারে হাসান আলীর মালিকানাধীন একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে।

এ সময় দোকানে কর্মরত মুহাম্মদ অয়ন (১২) নামের এক শিশু কর্মচারী গুরুতর দগ্ধ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

আগুনে পাশের তাপস সিদ্দিকীর মালিকানাধীন একটি মোবাইল সার্ভিসিং দোকান এবং আল আমিনের মালিকানাধীন একটি কম্পিউটার দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য করুন