নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত তিনটার দিকে দামপাড়া পূর্বহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতার দুজন হলেন দামপাড়া পূর্বহাটি গ্রামের গেন্দু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৫৫) ও তার এক সহযোগী (১৫)।
নিকলী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডলের নির্দেশে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দামপাড়া পূর্বহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নিকলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিকলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবেনা। সমাজের বিবেকবান মানুষদেরকে এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
