ভ্রাম্যমাণ সংবাদদাতা: পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার সমুদ্র সৈকতে তিনদিনব্যাপী ১২০ কিলোমিটার পদযাত্রার আয়োজন করা হয়েছে।
সোমবার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের সামনে পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি বলেন, পর্যটন শিল্পের বিকাশে এই পদযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মসহ সকলকে এক্ষেত্রে এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।
পর্যটন শিল্পের বিকাশে “Explore Cox’sBajar-2025” শীর্ষক ‘পদযাত্রা’ কক্সবাজার থেকে শুরু হয়ে শাহপরীর দ্বীপ পর্যন্ত ১২০ কিলোমিটার সমুদ্র সৈকত হেঁটে ভ্রমণ শুরু করেছেন সাতজন ভ্রমণপিপাসু। আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে এই পদযাত্রা।
আপনার মন্তব্য করুন
