নিজস্ব প্রতিবেদক: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেয়ার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার শহরের ইসলামিয়া সুপার মার্কেটের সামনের সড়কে বেলা ১১টা থেকে শুরু হয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারী মো. রুকন উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি জুবায়ের আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি বরকত হোসাইন, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মোতাসিম বিল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু নাঈম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক মাওলানা মাহমুদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা মো. মুসা খান প্রমুখ।
বক্তারা বলেন, করোনা মহামারীর অজুহাতে সরকার দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীরা নানা অপরাধমূলক কাজে জড়িত হচ্ছে। পাড়ায় মহল্লায় সৃষ্টি হচ্ছে কিশোর গ্যাং, বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। আর অনেক শিক্ষা প্রতিষ্ঠান ভূতুরে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অথচ করোনা পরিস্থিতি দেখানো হচ্ছে একবার বাড়ছে, আরেকবার কমছে। এভাবে গোলকধাঁধার মধ্যে ফেলা হচ্ছে জনগণকে। এ অবস্থা বেশিদিন চলতে থাকলে সামাজিক অস্থিরতা বাড়বে এবং মানুষের জীবনযাত্রা কঠিন অবস্থার মধ্যে নিপতিত হবে। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন রক্ষার দাবি জানান তারা।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।