অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী।
কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভাসহ নানা আয়োজন।
সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। বিকালে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
এদিকে বাজিতপুরে সংসদ সদস্য আফজাল হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বাজিতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপজেলার অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া করিমগঞ্জেও সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় আওয়ামী লীগ নেতা রুস্তম আলী, এমরান আলী ভূইয়া, গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মাহবুব, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন কবীর, করিমগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি আবুল হায়াত রনি প্রমুখ উপস্থিত ছিলেন।