ঢাকাSaturday , 25 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট বিকাশ মজুমদার আর নেই

প্রতিবেদক
-
September 25, 2021 6:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও সাবেক সহ-সভাপতি এডভোকেট বিকাশ চন্দ্র মজুমদার আর নেই। শনিবার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকাল ৩ টায় কিশোরগঞ্জ শহরের গাইটাল শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

উল্লেখ্য, বিকাশ মজুমদার পাকিস্তান আমলে কিশোরগঞ্জ মহকুমা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি ছিলেন। স্বাধীনতার পর তিনি কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী ও জেলা ন্যাপের সাধারণ সম্পাদক হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এডভোকেট অশোক সরকার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য করুন