- বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: স্বাধীনতার ৫০ বছর পর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড়ে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। আজ বৃহস্পতিবার বিকালে দীঘিরপাড় ইউনিয়নের পাটুলী খেয়াঘাট মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন ।
স্মৃতিসৌধটি নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ লাখ ২৪ হাজার ৯৮৪ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে এটি নির্মাণ করছে মেসার্স কেয়া এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন, উপজেলা প্রকৌশলী বনি আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ও সানোয়ার আলী শাহ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলনাহার প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের দালাল রাজাকার- আলবদররা পাটুলী খেয়াঘাটে মুক্তিকামী অনেক নিরীহ বাঙালিকে নির্বিচারে হত্যা করেছে।
আপনার মন্তব্য করুন