নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নন গ্রুপের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশিক্ষণ হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন কৃষক-কিষাণী অংশগ্রহণ করেন।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনিষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের জেলা প্রশিক্ষণ অফিসার ড. নাসরিন আক্তার বানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া ফেরদৌসি ও মো. রেজাউল করিম।
আপনার মন্তব্য করুন