ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল সেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। তারা হলেন রায়টুটি পঁচাশিয়া গ্রামের মৃত সেলিম তালুকদারের ছেলে রাহুত মিয়া (৪১), রায়টুটি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে হাসেম মিয়া (৪০) ও একই গ্রামের মৃত কদর আলীর ছেলে সেকুল মিয়া (৩০)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর ৫টায় ইটনা উপজেলার রায়টুটি এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় তিনজনকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার উপ পরিচালক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে ইটনা থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।